| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী হেফাজতের খিলগাঁও জোনের কমিটি গঠন 


হেফাজতের খিলগাঁও জোনের কমিটি গঠন 


রহমত নিউজ     02 December, 2024     03:06 PM    


হেফাজতে ইসলাম বাংলাদেশের খিলগাঁও জোনের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা শিব্বির কাসেমী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতী মাহবুবুল আলম। 

সোমবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে হেফাজতের খিলগাঁও জোনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

তিনি তার বক্তব্যে বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজত কোন রাজনৈতিক সংগঠন নয়, তবে ইনসাফ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে হেফাজতের ভূমিকা থাকবে। গত ১৬ বছর আওয়ামী সরকার যে জুলুম অত্যাচার করেছে। শাপলা চত্বরে এক রাতে এর চেয়ে বেশি জুলুম-অত্যাচার করেছে হেফাজত নেতাকর্মীদের উপর এই জালেম ও  পতিত সরকার। পত্রিকায় প্রকাশিত সংবাদে আপনারা জানেন দেড় লক্ষে বেশি গুলি করা হয়েছে হেফাজত নেতাকর্মীদের উপর। বর্তমানে যারা ঘোলা পানিতে মাছ শিকার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবো।

মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও মুফতী মাহবুবুল আলম কাসেমী, মুফতী নুর মোহাম্মদ আজিজী, মুফতী নুরুল আলম ইসহাকী ও মুফতি আল আমিনের পরিচালনায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

খিলগাঁও জোনের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম।

কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েব আমীর মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতী বশির উল্লাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা তাফাজ্জল হোসেন, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতি শরীফ উল্লাহ, মাওলানা মোঃ ফয়সাল, মাওলানা রাশেদ বিন নূর ও মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। আমাদের দেশের স্বাধীনতা ও মানচিত্র নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের ২০ কোটি মানুষ প্রস্তুত আছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য। যারাই আসবে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেওয়া হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা